Tuesday, December 28, 2021

ক্রিসমাস সেলিব্রেশন 🎄🧑🎄 নাইট পার্টি, নাচ, কেক কাটা 🎂💃🏼 প্রথমবার চার্চে যাওয়া ⛪

আজ ২৫শে ডিসেম্বর, প্রভু যীশু খৃষ্টের জন্মদিন। সবাইকে মেরি খ্রীষ্টমাস। ডিনারে করলাম চিকেন বিরিয়ানি। বিকেলে সাজুগুজু করে গেলাম বাঁকুড়া চার্চে। ভীষণ ভিড় ছিল. মোমবাতি জ্বালিয়ে খুব শান্তি পেলাম। বাড়িতে এসে খ্রীষ্টমাস ট্রি পশে নিয়ে কাটলাম বড়দিনের কেক। আমরা সবাই নাচ করলাম, হলো ধুমধামে নাইট পার্টি।

No comments:

Post a Comment

Plz don't use any spam comment or link