Friday, October 15, 2021

2021 দুর্গা পূজা মহা সপ্তমী - আমি সারাদিন কি করেছি?

2021 দুর্গা পূজা মহা সপ্তমী - আমি সারাদিন কি করেছি?

আজ দূর্গা পুজোর মহা সপ্তমী এই দিনটার অপেক্ষাতে ছিলাম  ধরে সকালেই স্নান করে আমি , সিমরন আর আমার স্বামী তৈরি হয়ে গেলাম নতুন পোশাক পরে, আমি পড়লাম শাড়ী এবং সিমরন পরলো চোখে লাগা ঝকাস একটা ড্রেস  তিনজন মিলে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে বাঁকুড়া শহরের  প্রথমে গেলাম হরেস্বর মেলাখুব ভালো লাগলো ঠাকুর এবং প্যান্ডেল দুটোই তারপর এক এক করে গেলাম লালবাজার, কমরারমাঠ, রেলওয়ে স্টেশন, স্টেশন মোড়, রবীন্দ্রসরণি, আড়াডাঙ্গা, প্রণবানন্দপল্লি, কেন্দুয়াডিহি এবং নূতনচটি  তারপর দুপুরে একটু বিশ্রাম নিয়ে আবার বেরিয়ে পড়লাম পুজো পরিক্রমাতে রাত্রে প্রতিমা দর্শন করলাম বাঁকুড়ার সেরা তালিকার অন্যতম মণ্ডপ পুয়াবাগান আর ধলডাঙ্গা রাত্রে ভাইপোর শুভ জন্মদিন উদযাপন করে আজকের মতো সমাপ্ত হলো আমাদের এই ব্লগ

No comments:

Post a Comment

Plz don't use any spam comment or link