আজ মা বিপত্তারিণী পুজোর ব্রত রেখেছি। পুজোর পর দুর্বা ঘাস সাহ তাগা হাতে বেঁধে মায়ের প্রাসাদ খেয়ে জল খেলাম। আজ তো পুরো দিন নিরামিষ খাবার খেয়ে থাকতে হবে। সিমরান আর আমি দুজনেমিলে খাবার বানালাম লুচি, ঘিগনি এবং সুজির হালুয়া। মা যেন সকল বিপদ থেকে আমাদের মুক্ত করে জগতের কল্যাণ করেন এই কামনা করলাম। ভিডিও শেয়ার করছি।
No comments:
Post a Comment
Plz don't use any spam comment or link