জবাব দিতে আমরাও জানি 😑// বিদ্বেষীরা আমরা তোমাকে ভালোবাসি 👍😀
আজকের আমার বাংলা ব্লগ খুব ইন্টারেষ্টিং আর মজাদার হবে. আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। দুপুরে লাঞ্চে বানালাম সিমরনের ফেভরিট বেগুন পোড়া আর বাতি পোস্ত। বিকেলে চায়ের সাথে পাটি সাপ্টা পিঠে জমিয়ে দিলো আসর। তারপরে তোমাদের সাথে করবো দিল খুলে গল্প। আজকে জানাবো আমি কিভাবে হেট কমেন্টগুলো সামলাই। হেটার আর লাভার আমি সব ভিউয়ারকে ভীষণ ভালোবাসি। রাতের ডিনারের জন্য বানালাম বাটার দিয়ে তান্দুরি রুটি এবং কাশ্মীরি চিকেন - রেসিপিগুলো শেয়ার করবো।