দুপুরে চিকেনের লাল চিকেনের (মুরগির) গরগরে ঝোল দিয়ে কোরলাম লাঞ্চ
দুপুরে চিকেনের লাল চিকেনের (মুরগির) গরগরে ঝোল দিয়ে কোরলাম লাঞ্চ। একটু বিশ্রাম নিয়ে সাজুগুজু করে বেরিয়ে পড়লাম বাঁকুড়ার খৃষ্টান কলেজের মাঠে বই মেলায়। খুব ভিড় ঠেলে ভেতরে ঢুকে গেলাম। ইস্কনের স্টলে গোলপালের মকুট, পোশাক আর ধুপ নিলাম। মনমাতানো গান হচ্ছিলো, খানিক্ষন দাঁড়িয়ে শুনলাম। বাইরে বেরিয়ে জেলিবি এবং আরো অনেককিছু স্ট্রিট ফুড খেলাম। তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো, দেখতে থাকো ভিডিও।