ঠিক রাত ২:৩০ তে মনটা ভীষণ খারাপ হয়ে গেলো 😭😭 Bengali Vlog
গতকাল সারা রাত আমার ঘুম হয়নি। ঠিক রাত ২:৩০ তে মনটা ভীষণ খারাপ হয়ে গেলো।গতবছর ২রা ডিসেম্বর এমনি গভীর রাতে আমার বাবা আমাদের ছেড়ে চলে গেছেন। সেজন্য গত রাতে আমার ঘুম হয়নি। সারারাত বাবার কথা মনে পড়েছে। আজ স্নান করে বাবার শ্রদ্ধাঞ্জলি দিলাম। বাবার ফটোতে মাল্যদান করে যেসব মিষ্টি উনি খেতে ভালোবাসতেন সেইসব মিষ্টি দিয়ে পূজা করলাম। আজকে লাঞ্চে বানিয়েছিল এঁচোড়ের স্পেশাল তারকারী। সেই রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো।
#BengaliVlog #FamilyVlog #BanglaVlog #IndianVlogger #VillageLifestyle #BengaliVlogger #BandanasKitchen #এঁচোড়েররান্না #এঁচোড়েররেসিপি